শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

উসমানী অনুপ্রেরণায় নিউইয়র্কে তার্কিশ হাউস উদ্বোধন করলেন এরদোগান

৩০০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত আকাশচুম্বী তার্কিশ হাউসের উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সোমবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এ আকাশচুম্বী ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এটি তুরস্কের এযাবতকালে সবচেয়ে ব্যয়বহুল বিদেশী নির্মাণ। এটি তুরস্কের জাতিসংঘের স্থায়ী মিশন এবং নিউইয়র্কের কনস্যুলেট হিসেবে ব্যবহার হবে। জাতিসংঘের কেন্দ্রীয় কার্যালয় ঘেঁষা এ ভবনটির পাশেই রয়েছে আমেরিকার জাতিসংঘ মিশন অফিস।

ভবনটির উপরিভাগে টিউলিপ ফুলের বিশেষ আকৃতি দেওয়া হয়েছে। টিউলিপ উসমানী আমলে অত্যন্ত শ্রদ্ধেয় একটি ফুল ছিল। টিউলিপকে তুর্কী ভাষায় ‘লালে’ বলা হয়, যা উসমানী আমলের বর্ণমালায় উচ্চারণ করলে “আল্লাহ” হয়ে যায়। এছাড়াও এটি ধর্মীয় এবং রাষ্ট্রীয় প্রতীক।

পুরাতন বানিজ্যিক পথ ক্যারাভানসারী (কাফেলা) থেকে অনুপ্রাণিত হয়ে ভবনটির প্রবেশদ্বারের নকশা করা হয়েছে। ক্যারাভানসারী সেলজুক আমলে একটি প্রসিদ্ধ ব্যবসায়ী কাফেলা।

ভবন উদ্বোধনকালে এরদোগান বলেন, এই ভবনটি তুরস্কের শক্তিবৃদ্ধিকে প্রমাণ করে। সেলজুক এবং টিউলিপ থেকে অনুপ্রাণিত হয়ে ভবনটির মোটিফ করা হয়েছে। ইনশাআল্লাহ ভবনটি দীর্ঘদিন তুরস্কের সফল ঘটনাবলীর প্রতীক হিসেবে কাজ করে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img