শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৪ ট্রলারসহ ২১ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ২১ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী।

শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশের জলসীমা থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রলার মালিকরা হলেন- সেন্টমার্টিনের মুহাম্মাদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মুহাম্মাদ ইউনুস।

চেয়ারম্যান নুর আহমদ বলেন, মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের মিয়ানমার নৌবাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এর আগেও সোমবার (৮ নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) শহরের মংডু এলাকার আংডাং-কুলুং উপকূল থেকে তিনটি ট্রলারসহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার পুলিশ (বিজিপি)।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img