শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

চট্টগ্রামে আরও ৭৩৮ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে আরও ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৪২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৯১ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১৩, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ২, চন্দনাইশে ৩, পটিয়াতে ৪, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ৪, হাটহাজারীতে ২১, ফটিকছড়িতে ৩, সন্দ্বীপে ২ ও সীতাকুণ্ড উপজেলার ১৫ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৭ হাজার ৪৩৮ জন। বাকি ২৯ হাজার ১৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৬ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img