শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

৭ হাজারেরও বেশি বেসামরিক হতাহত ইউক্রেনে: জাতিসংঘ

রুশ সেনা বাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে হতাহত হয়েছেন ৭ হাজার ১৭২ জন বেসামরিক মানুষ। এদের মধ্যে নিহত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন এবং আহত হয়েছেন আরও ৩ হাজার ৭১৩ জন।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ২৫৪ জন পুরুষ, ৮০৬ জন নারী, ৭৬ জন অপ্রাপ্তবয়স্ক তরুণী, ৯৩ জন অপ্রাপ্তবয়স্ক তরুণ ও ৬৯ জন শিশু।

এর বাইরে আরও ১ হাজার ১১৬ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে ইউক্রেনে, যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের অধিকাংশ গোলা ও রকেটজাতীয় বিস্ফোরক অস্ত্রের শিকার হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে হাই কমিশনের বিবৃতিতে। আরও বলা হয়েছে, হাই কমিশন মনে করে— ইউক্রেনে হতাহতের প্রকৃত সংখ্যা এই হিসেবের চেয়ে অনেক বেশি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img