শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফ্রান্সকে বয়কট ও বর্জন অব্যাহত রাখার আহ্বান ইসলামী আন্দোলনের

ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আহ্বানে আজ শুক্রবার বাদ জুমু’আ সারাদেশের প্রতিটি মসজিদে দুআ ও নামাজের পর মসজিদের ইমাম-খতীবের নেতৃত্বে তৌহিদী জনতার মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশব্যাপী মিছিলের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদ থেকে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি মিছিল পল্টন মোড়, জিরোপয়েন্ট হয়ে পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সকে বয়কট ও বর্জন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বার জানান।

সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আব্দুর রহমান,আলতাফ হোসেন,

মুফতী মোস্তফা কামাল, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img