শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের দেশের অর্থনীতি বর্তমানে খুবই খারাপ: কিম জং উন

উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করলেন দেশটির নেতা কিম জং উন। তিনি বলেছেন, আমাদের দেশের অর্থনীতি বর্তমানে খুবই খারাপ অবস্থায়।

বুধবার (৭ এপ্রিল) রাজধানী পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির শাখা সচিবদের বৈঠকে নিজের মুখে একথা স্বীকার করেছেন কিম।

দশ বছর ধরে একচ্ছত্র ভাবে দেশ শাসন করছেন এই নেতা। তবে সম্ভবত এ প্রথমবার দলীয় কর্মীদের সামনে স্বীকার করে নিলেন যে, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো নয়। করোনা সংক্রমণ রুখতে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং উন।

কিন্তু এই লকডাউনের ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মুখে।

কীভাবে এই অবস্থা থেকে উত্তর কোরিয়াকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনাও করেছেন তিনি। তাদের নিজস্ব পরমাণু কর্মসূচির জন্য উত্তর কোরিয়ার ওপরে এমনিতেই একের পর এক নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে রাখে আমেরিকা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img