শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

উশর ও যাকাত ব্যবস্থা ফিরিয়ে আনতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়্যাহ আফগানিস্তান

ইনসাফ| নাহিয়ান হাসান


উশর ও যাকাত ব্যবস্থা ফিরিয়ে আনতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়্যাহ আফগানিস্তান। পুনরায় ইসলামি অর্থব্যবস্থা কার্যকরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে দেশটির সরকার।

অর্থ মন্ত্রণালয় মুখপাত্র আহমদ ওয়ালী হাকমালের বক্তব্য থেকে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে উশর-যাকাত গ্রহণ ও তার সুষম বন্টণ নিশ্চিত করতে কৃষি, সেচ-পশুসম্পদ এবং হজ্ব ও ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, ইসলামে উশর ও যাকাতের গুরুত্ব অপরিসীম। কেননা ইসলামি অর্থ ব্যবস্থাপনা অনুযায়ী আয় ও ইসলাম নির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হলো উশর ও যাকাতের এই দুটি খাত।

রাষ্ট্রীয়ভাবে উশর-যাকাত গ্রহণ ও বন্টণে নবগঠিত কমিটিটি কীভাবে কাজ করবে এবং যাকাতের উপযুক্ত প্রাপক কীভাবে নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে শরয়্যিয়ত নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিবেচনায় যেসব মুসলিমের উপর যাকাত আরোপিত হবে তারা বাৎসরিক নিজ সম্পদের এক চল্লিশাংশ যাকাত এবং মুসলিম ভূমি মালিক যারা নিজ জমি চাষাবাদ করবেন উৎপাদিত ফসলের এক দশমাংশ রাষ্ট্রকে দিতে বাধ্য থাকবে বলে জানা যায়।

পুনরায় ইসলামি অর্থ ব্যবস্থা ফিরিয়ে আনার প্রসঙ্গে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আফগান বিশিষ্ট অর্থনীতিবিদ আব্দুল নাসের বলেন, যদি মৌলিক উপায়ের সাথে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে উশর ও যাকাত গ্রহণ করা যায় তবে বৈশ্বিক সাহায্যের কোনো পরোয়া না করেই আফগান সরকার তাদের বাজেটের স্বাভাবিক লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হবে।

অপরদিকে দেশটির ব্যবসায়ীগণ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সরকারের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

সরকারের গৃহীত সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই জানিয়ে তারা বলেন, ইমারাতে ইসলামিয়্যাহ যদি তাদের যাকাতের অর্থ যাকাতের উপযুক্ত ও দরিদ্র ব্যক্তিদের মাঝে বন্টণ করে তবে তারা আজীবন সরকারকে সহযোগিতা করে যাবে।

ইয়ার মুহাম্মদ নামী এক আফগান ব্যবসায়ীর বক্তব্য থেকে জানা যায়, প্রতি বছর ১ লক্ষ আফগানীর (আফগান মুদ্রা) বিপরীতে তার যাকাত এসে থাকে মাত্র ২৫০০ আফগানী; যা তিনি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে থাকেন।

তিনি বলেন, অসহায় যে কেউ আসুক না কেনো আমরা তাকে যাকাতের অর্থ প্রদান করে থাকি। তবে যাকাত প্রাপ্যের অধিকার সর্বপ্রথম দরিদ্র নিকটাত্মীয়গণের উপর বর্তায় বিধায় সামান্য সমস্যা দেখা দিলেও আমরা এক্ষেত্রে নিকটাত্মীয়দের অগ্রাধিকার দিয়ে থাকি। কেননা আমাদের নিজেদেরই অনেক নিকটাত্মীয় রয়েছেন যারা দরিদ্র ও অসহায়।

উল্লেখ্য, যেকোনো ইসলামি রাষ্ট্রের আয়ের প্রধান উৎসগুলোর অন্যতম দুটি খাত হলো ভূমি রাজস্ব (উশর,খারাজ) ও যাকাত।

ইসলামী শরীয়ত মোতাবেক অর্থ ব্যবস্থাপনায় মুসলিমদের বিজিত যেকোনো রাষ্ট্রের ভূমিকে দুই ভাগে বিভক্ত করা হয়। উশরী এবং খারাজী ভূমি।

ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের মালিকানাধীন ভূমিকে খারাজী আর মুসলিমদের মালিকানাধীন ভূমিকে উশরী বলা হয়ে থাকে।

প্রাকৃতিক ও কৃত্রিম সেচ ব্যবস্থার উপর ভিত্তি করে উশরী ভূমির রাজস্ব বা উৎপাদিত ফসলের যাকাত আবার দুই ভাবে নির্ধারিত হয়ে থাকে।

প্রাকৃতি সেচ ব্যবস্থা সম্পন্ন উশরী ভূমিগুলোর উৎপাদিত ফসলের যাকাত নির্ধারণ করা হয় সম্পূর্ণ ফসলের মাত্র এক দশমাংশ (১০%)। আর কৃত্রিম সেচ ব্যবস্থা সম্পন্ন উশরী ভূমিগুলোর উৎপাদিত ফসলের যাকাতের নির্ধারিত পরিমাণ হয়ে থাকে সম্পূর্ণ ফসলের মাত্র বিশ ভাগের এক ভাগ (৫%)।

উশরী ভূমির রাজস্ব হার শরয়ীভাবে নির্ধারিত থাকলেও খারাজী ভূমি বা অমুসলিমদের মালিকানাধীন ভূমির কোনো নির্দিষ্ট হার নেই। বরং ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা খলিফা অবস্থা ভেদে খারাজের পরিমাণ নির্ধারণ করে থাকেন।

আর যাকাত হলো ইসলামি অর্থ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী বিধান অনুযায়ী শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ পুরো ১ বছর সঞ্চিত থাকলে তার মালিককে সেই সম্পদের ৪০ ভাগের ১ ভাগ যাকাত আদায় করতে হয়।

যাকাতের ক্ষেত্রে সম্পদ ৩ শ্রেণির হয়ে থাকে। স্বর্ণ-রুপা, গবাদি পশু ও ব্যবসায়িক পণ্যের যাকাত।

ইসলামী শরীয়ত উক্ত ৩ শ্রেণির সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছে স্বর্ণ-রুপার ক্ষেত্রে যথাক্রমে ৭.৫০ তোলা এবং ৫২.৫০ তোলা।

কারো যদি এই পরিমাণ স্বর্ণ কিংবা রুপা ১ বছর যাবত সঞ্চিত থাকে তবে তার ৪০ ভাগের ১ভাগ বা ২.৫% স্বর্ণ কিংবা রুপা যাকাত স্বরূপ আদায় করতে হয়।

গবাদি পশু যা নিজে চড়ে বেড়ায়, আলাদাভাবে তার খাবারের ব্যবস্থা করতে হয় না এধরণের পশু যদি উট হয় সেক্ষেত্রে সর্বনিম্ন ৫টি উট থাকলে ১টি বকরি, গরু হলে এক্ষেত্রে সর্বনিম্ন ৩০টি গরুর বিপরীতে ১টি গরু আর ছাগল কিংবা ভেড়া হলে সর্বনিম্ন ৪০টির বিপরীতে ১টি ছাগল কিংবা ভেড়া যাকাত স্বরূপ আদায় করতে হয়।

তবে এক্ষেত্রেও শর্ত হলো পুরো ১ বছর যাবত উক্ত ৩ শ্রেণির পশু উপরে উল্লেখিত শরীয়ত নির্ধারিত সর্বনিম্ন পরিমাণে থাকতে হবে।

ব্যবসায়িক পণ্য হলে ক্রয়কৃত পণ্যের মূল্য যদি নেসাব পরিমাণ অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ কিংবা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ হয় এবং সেই পণ্যের উপর ১ বছর অতিবাহিত হয় তবেই সেই পণ্যের ৪০ ভাগের ১ভাগ বা ২.৫% যাকাত স্বরূপ আদায় করতে হয়।

সূত্র: টলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img