শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তেহরিক-ই-লাব্বায়িকের সাথে চুক্তি করেছে পাকিস্তান সরকার

তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তান (টিএলপি)-এর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। এর মধ্য দিয়ে টিএলপির দশ দিনের বিক্ষোভের অবসান হবে। যদিও টিএলপি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং ধর্ম বিষয়কমন্ত্রী মুফতী মুনিবুর রেহমান ওই চুক্তির আলোচনায় অংশ নেন। গতকাল রবিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে চুক্তির কথা প্রকাশ করলেও এর বিস্তারিত নিয়ে কিছু জানাননি তারা।

মুফতী মুনিবুর রেহমান বলেন, ‘চুক্তির বিস্তারিত এবং ইতিবাচক ফলাফল জাতির সামনে এক সপ্তাহ বা ওই রকম সময়ের মধ্যে সামনে আসবে।’

এতে টিএলপি নেতা সাদ রিজভির অনুমোদন রয়েছে বলে জানান তিনি।

গত বছরের ফ্রান্স বিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার হন টিএলপি নেতা সাদ রিজভি। তার মুক্তির দাবিতে গত ২২ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ‘লং মার্চ’ শুরু করে হাজার হাজার টিএলপি সমর্থক। এছাড়া তারা শার্লি হেবদো ম্যাগাজিনে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবি তুলে আসছে।

টিএলপি সমর্থকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পাকিস্তান সরকার। লং মার্চে বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় টিএলপি সমর্থকেরা। এতে অন্তত সাত পুলিশ কর্মকর্তা এবং চার বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ফরাসি দূতাবাস বন্ধ এবং রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি মেনে নিতে অস্বীকার করার এক দিনের মাথায় ওই সহিংসতা ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, টিএলপি এবং সরকারের আলোচনা গভীর রাত পর্যন্ত চলে। এই আলোচনা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়।

লং মার্চ শুরুর পর রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img