শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আজ তারবিয়াহ দিবস; মিনায় অবস্থান করার মাধ্যমে হজ্বের আনুষ্ঠানিকতা শুরু

আজ ৮ জিলহজ্ব; আজ থেকেই শুরু হচ্ছে হজ্বের মূল আনুষ্ঠানিকতা। আজকের মূল কাজ হলো হাজ্বীগণ ফজরের পর মক্কা থেকে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

জোহরের আগে মিনায় অবস্থান করতে হবে এবং জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর নামাজ মিনায় আদায় করবে। প্রত্যেক নামাজ কসর আদায় করবে, কারণ হজ্বের সময় মিনা, আরাফা ও মুজদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতর ও বাহিরের লোকদের নিয়ে সমস্ত নামাজ কসর আদায় করেছেন। এতে মুকিম-মুসাফিরের মাঝে কোনো পার্থক্য করেন নি।

মিনার বৈশিষ্ট্য: এখানে হযরত ইবরাহীম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কুরবানী করতে নিয়ে গিয়েছিলেন। এবং জামারাত এলাকায় শয়তান ইবরাহীম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেন। যার কারণে জামারাতে পাথর নিক্ষেপ করা হজ্বের গুরুত্বপূর্ণ একটি আমল।
এছাড়াও মিনাতে কুরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কাউসার অবতীর্ণ হয়েছে।

৯ যিলহজ্ব সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান করা সুন্নাত। তারপর আরাফার উদ্দেশ্যে যাত্রা করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img