শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

গ্রেফতারের সময় আমার মাথায় আঘাত করা হয়েছে: ইমরান খান

গ্রেফতারের সময় মাথায় আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

তিনি বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা আমার সঙ্গে ভালো আচরণ করেছে, তবে গ্রেফতারের সময় আমার মাথায় আঘাত করা হয়েছিল।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে ইমরান খান এসব কথা ‍বলেন।

সাবেক পাক-প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমার স্ত্রী বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। এনএবি কর্মকর্তাদের বললে তারা আমার স্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেয়।

দেশে সহিংস বিক্ষোভের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যা কিছু হয়েছে তা আমি কীভাবে থামাবো? আমি আগেই বলেছিলাম, আমাকে গ্রেফতার করা হলে ব্যাপক প্রতিক্রিয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img