শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিএনপি : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, লন্ডনে থাকা দণ্ডিত অপরাধী তারেক রহমানের সঙ্গে জুম মিটিং করে বিএনপির নেতারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল বলেন, বিএনপির রাজনীতি থেকে খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা চলছে। বর্তমান নেতারা লন্ডনে থাকা দণ্ডিত অপরাধী তারেক রহমানের সঙ্গে জুম মিটিং করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আন্দোলন নিয়ে তারা দলটির চেয়ারপারসনের সঙ্গে কোনও আলোচনা করছেন না।

তিনি বলেন, তত্ত্বাবধায়কের অধীনে কোনো নির্বাচনের সুযোগ নেই। এই তত্ত্বাবধায়ক সরকারই তারেককে পিটিয়ে হুইল চেয়ারে বসিয়েছিল। তারা (বিএনপি) আবার বেহায়ার মতো তত্ত্বাবধায়ক সরকার চায়। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। সংবিধানের বাইরে একচুল যাওয়ার সুযোগ নাই।

তিনি আরও বলেন, বিএনপি অভিযোগ করে তাদের রাজনীতি করার কোনো স্পেস দেয়া হচ্ছে না। কিন্তু তারাতো ক্ষমতায় থাকতে কম জুলুম করেননি। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা বলে গণতন্ত্র নাই, তাদের স্পেস দেয়া হয় না। কিন্তু তারা কী করেছিল?

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img