শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রশিদ আল ঘানুশীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে তিউনিসিয়ার বিচার বিভাগ

আন নাহদা প্রধান রশিদ আল ঘানুশীসহ ৩২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে তিউনিসিয়ার বিচার বিভাগ।

আইনজীবী ইমান গাজারা বলেছেন, “সোমবার, একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যতা সংক্রান্ত অভিযোগে, আন নাহদা প্রধান রশিদ আল ঘানুশীসহ আনুষ্ঠানিকভাবে ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।”

তিনি বলেন, “প্রথম তদন্তকারী বিচারক … ৩৩ আসামির বিরুদ্ধে ১৭টি অভিযোগ এনেছেন।”

গাজারা বলেন, “এই অভিযোগগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ এবং অর্থপাচার।”

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img