শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মুশতাক আহমেদকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। যারা স্বাধীনভাবে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশের চেষ্টা করছেন তাদের জীবনে নেমে আসছে এক দুর্বিষহ পরিণতি। তার সর্বশেষ শিকার হলেন মুশতাক আহমেদ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

ফখরুল বলেন, মুশতাক একজন সৎ ও সাহসী মানুষ ছিলেন, চিরদিন তিনি অধিকার হারা মানুষের কাছে প্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবেন। তিনি দেশবাসীর প্রার্থনা, চেতনা ও অনুভবে চিরদিনের জন্য বিরাজ করবেন।

তিনি আরো বলেন, দেশে আইন-কানুন, সুষ্ঠু বিচারিক ব্যবস্থা না থাকার কারণেই সারা দেশে এক শ্বাসরোধী পরিবেশ বিরাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, মুশতাকের মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভে-বেদনায় ফেটে পড়েছে। তার মতো একজন অরাজনৈতিক, নিরীহ এবং নিজস্ব চিন্তায় স্বায়ত্তশাসিত ফেসবুকে ফ্রিল্যান্সার লেখকের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img