শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রোববার চীনের কাছ থেকে করোনার টিকা পাচ্ছে তুরস্ক

আগামী রবিবার চীনের উদ্ভাবিত করোনার টিকার প্রথম চালান পাবে তুরস্ক।

তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সি।

এর আগে বৃহস্পতিবার দেশের করোনাভাইরাস সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, চীনা টিকার ৯১ দশমিক ২৫ ভাগ কার্যকর।

তিনি বলেন, ‘দেশে ব্যবহার করার পর সায়েন্টিফিক কমিটির মূল্যায়নের মাধ্যমে আমরা তুর্কি জনগণের ওপর এই টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন আত্মবিশ্বাসী যে, এই টিকা কার্যকর এবং তুর্কি জনগণের জন্য নিরাপদ।’

তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ১০২ জন সংক্রমিত এবং ২৫৪ জন মারা গেছে। মোট সংক্রমণ ২১ লাখ আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img