শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হিন্দুত্ববাদীদের আপত্তির জেরে মওদুদী ও সাইয়েদ কুতুবের লেখা বাদ দিলো আলীগড় বিশ্ববিদ্যালয়

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদুদী ও মিসরের ইখওয়ানুল মুসলিমিনের সাবেক নেতা শহীদ সাইয়েদ কুতুবের লেখা সিলেবাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিএ এবং এমএ ক্লাসের শিক্ষার্থীদের এই দুই মুসলিম স্কলারের লেখা বই পড়ানো হতো।

সম্প্রতি দেশটির হিন্দুত্ববাদপন্থী সমাজকর্মী ও শিক্ষাবিদ মধু কিশওয়ারসহ ২৫ জন  শিক্ষাবিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে এই লেখকদের বইগুলো শিক্ষার্থীদের না পড়ানোর আহ্বান জানান।

চিঠিতে আলীগড় বিশ্ববিদ্যালয়, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ‘জিহাদ সম্পর্কিত’ বিষয় পড়ানোর অভিযোগ করেন তারা। এ ছাড়া সাইয়েদ আবুল আ’লা মওদুদীর লেখা বই শিক্ষার্থীদের না পড়ানোর আহ্বান জানান। এর পরই এ সিদ্ধান্ত নিয়েছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাফি কিদওয়াই বলেন, সাইয়েদ আবুল আ’লা মওদুদী ও সাইয়েদ কুতুবের লেখা সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইসলামিক স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক বলেন, ম্যানেজমেন্ট বোর্ড দুই লেখকের লেখা সব বই পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি যে যা পড়ানো হচ্ছে তার কোনো অংশ আপত্তিকর বা দেশবিরোধী। আমাদের শুধু দুই লেখকের লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্সের জন্য ঐচ্ছিক প্রশ্নপত্র হিসেবে দুই লেখকের লেখা পড়ানো হতো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img