শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সরকার নিত্য নতুন সঙ্কটে জনগণকে ঠেলে দিচ্ছে : মাওলানা ইউনুছ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশ এক অনিশ্চিত গন্তব্যে ধাবিত হচ্ছে। জনগণ অগ্নিগর্ভে উপনিত। সরকারের আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। তিনি বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবের পরিবর্তে সরকার নিত্য নতুন সঙ্কটে জনগণকে ঠেলে দিচ্ছে। দেশের কোন নাগরিক আজ ভাল নেই। সাধারণ কৃষক, শ্রমিক, চাকুরীজীবী ও ব্যবসায়ী কেউ ভাল নেই।

আজ (১২ আগস্ট) শুক্রবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন জালকুড়িস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী তারবিয়াতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকারের দায়িত্বহীন ও অপরিণামদর্শী সিদ্ধান্তে সর্বত্র এক ধরনের হাহাকার চলছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। তিনি বলেন, অবিলম্বে জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়বে। এসময় সম্প্রতি পূনর্গঠিত জেলা কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান মুহতারাম মহাসচিব।

তিনি বলেন, বিদ্যুতখাতের সীমাহীন চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। এর খেসারত দিতে হচেছ জনগণকে। যা কোনভাবেই কাম্য নয়। লোডশেডিংয়ের কারণে সারাদেশে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

কর্মী তারবিয়াতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান। জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে জেলা শাখার বাছাইকৃত কর্মীগণ অংশ নেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img