বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে আওয়ামী লীগ নেতারা পাকিস্তানিদের ভয়ে পালিয়ে ভারতে চলে গিয়েছিল। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। বেগম জিয়া তাঁর ছোট্ট দুই শিশুপুত্রকে নিয়ে ঢাকায় পাকিস্তানিদের হাতে আটক ছিলেন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের পানির ট্যাংক সংলগ্ন কালেক্টরেট মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, টাঙ্গাইল রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এখানে জন্মেছেন মজলুম জননেতা মওলানা ভাসানীসহ অনেক গুণী নেতা। আজ আমাদের সমাবেশে আসতে দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং ভয়-ভীতি দেখানো হয়েছে। গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়েছে। সমাবেশের স্থানের অনুমতি নিয়ে নানা নাটক করা হয়েছে। তবু জনস্রোত ধরে রাখতে পারেনি।
তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার মিথ্যা মামলা দিয়ে তাঁকে দীর্ঘদিন ধরে আটক করে রেখেছে। তাঁর কিছু হলে এর সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা বেগম জিয়ার মুক্তির দাবিতে সভা-সমাবেশ ও গণ-অনশন করছি। তবুও সরকার কর্ণপাত করছে না।
বিএনপি মহাসচিব বলেন, সংলাপ সংলাপ করে লাভ হবে না। আগামী নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দিতে হবে। এই স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। কারণ এই ভয়াবহ দানবীয় সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আছে।