বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আজ পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগান ইস্যুতে ওআইসির জরুরী বৈঠক

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া, বসনিয়া, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তানের কর্মকর্তারা ইসলামাবাদে পৌঁছেছেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীও কাবুল থেকে ইসলামাবাদে পৌঁছেছেন। মাওলানা আমীর খান মুত্তাকীকে বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের সংসদীক বিষয় প্রতিমন্ত্রী আলী মুহাম্মদ খান। এছাড়া আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট ইসলামাবাদে পৌঁছেছেন।

ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল মুহাম্মাদ আল সুবাহ

বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও পর্যবেক্ষকদের পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি ও ইতালির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠকে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ

বৈঠকে অংশ নিতে ওআইসির মহাসচিব ড. হুসাইন ইবরাহীম ত্বহা, অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারা ইসলামাবাদে পৌঁছেছেন।

বৈঠকে যোগ দিতে কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বসনিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, নাইজেরিয়া ও মালদ্বীপসহ অন্যান্য মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে পৌঁছেছেন।

ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো লেসতারি প্রিয়ানসারি মারসুদী

উজবেকিস্তানের পরিবহনমন্ত্রী, ওমান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব, জার্মানি ও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধিরাও ইসলামাবাদে পৌঁছেছেন।

ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব নায়েফ আল-হাজরাফও বৈঠকে যোগ দিচ্ছেন।

ওআইসি সম্মেলনে যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন বসনিয়া হার্জেগোভিনা পররাষ্ট্রমন্ত্রী বিসেরা তুর্কোভিচ

সূত্র : জিয়ো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img