বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে উন্নয়নকাজ বাস্তবায়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে অবকাঠামো ও সড়ক উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ অভিযাত্রা : সহজ, টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে অংশ নেন বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে অবকাঠামো ও সড়ক উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করছি। একনেকে প্রকল্প উঠলেই প্রধানমন্ত্রী তা ৫-৭ মিনিটের মধ্যে পাস করে দেন। আমরা উন্নয়ন করতে চাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img