বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

জাপানের ওসাকা শহরে ভবনে অগ্নিকাণ্ড; ২৭ জন নিহতের শঙ্কা

জাপানের ওসাকা শহরের কিটাশিনচি ট্রেন স্টেশনের কাছে ব্যস্ত ব্যবসায়িক এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে

জাপানের ওসাকা শহরের কিটাশিনচি ট্রেন স্টেশনের কাছে ব্যস্ত ব্যবসায়িক এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) স্থানীয় দমকল বিভাগ এ তথ্য জানিয়েছে।

ওসাকার ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আহত ২৮ জনের মধ্যে ২৭ জনের জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, সকাল ১০টা ১৮ মিনিটে চতুর্থ তলায় আগুন লাগে। দুপুর পর্যন্ত, দমকলের ৭০টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন আধা ঘণ্টা পর নিভিয়ে ফেলা হয়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন নেভানোর পর আটতলা ভবনের ভেতরে ও বাইরে কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img