ভারতের ইতোমধ্যে মোট ৪৯ জন ওমিক্রন শনাক্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির দিল্লি ও রাজস্থানেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ধরন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া যায়।
সোমবার মহারাষ্ট্রে দুই জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। দুই জনেরই দুবাই ভ্রমণের ইতিহাস রয়েছে।
নতুন শনাক্ত হওয়া মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে ভারতের ছয়টি রাজ্যে পাওয়া গেছে। এর মধ্যে মহারাষ্ট্রে ২০ জন, রাজস্থানে ৯ জন, কর্নাটকে ৩ জন, গুজরাটে ৪ জন, দিল্লিতে ৬ জন এবং চন্দ্রিগড়, কেরালা ও অন্ধ্র প্রদেশে এক জন করে রোগী রয়েছে। ভারত সরকার জনগণকে কোভিড সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলতে এবং টিকা গ্রহণে বিলম্ব না করার আহ্বান জানিয়েছে।
ভারতে এক দিনে নতুন করে ৫ হাজার ৭৮৪ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগী পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ছয় হাজার ৩৪৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তবে দেশটিতে সক্রিয় রোগীর পরিমাণ কমে এসেছে ৮৮ হাজার ৯৯৩ জনে।