স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন। নতুন করে কারও শরীরে ওমিক্রনে শনাক্ত হয়নি।
রবিবার (১২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল শনিবার দেশে প্রথম ওমিক্রন শনাক্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।