মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর স্বীকৃতি চায় আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন সরকার।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানে আসন্ন সম্মেলনে তিনি ওআইসির সদস্যদের কাছে এ আহ্বান জানাবেন। খবর আরব নিউজের।
আগামী ১৯ ডিসেম্বর পাকিস্তানের আমন্ত্রণে ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মুসলিম দেশগুলোর কাছে নিজেদের স্বীকৃতির দাবি জানাবে তালেবান সরকার।