বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বি. বাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় সোহাগ মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকার মালিহাতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগ মিয়া আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

নিহতের মামা আব্দুল্লাহ জানান, ট্রাক নেওয়ার জন্য আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড আসেন সোহাগ। রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহজালাল আলম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img