বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ নিহত ৪ জন নিহত

নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- স্থানীয় রেজোয়ান আলীর তিন সন্তান ইমা আক্তার (১২), লিমা আক্তার (৮), মনিনুর রহমান (৬) এবং আনোয়ার হোসেনের ছেলে শামীম (৩৫)।

জানা গেছে, ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে হতাহতের শিকার হন।

নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বউবাজার এলাকায় রেল লাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img