দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাকবারায়ে জামেয়ায় দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম (রহ.)-কে দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ফজরের আজানের পূর্বেই তাকে দাফন করা হয়।
দাফনের সময় জামিয়া দারুল উলূম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়াসহ অন্যান্য মুহাদ্দিস, মুফতি ও শিক্ষকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ, হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং বিপুল সংখ্যক তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
মরহুমের রুহের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দুআর আবেদন জানানো হয়েছে।