বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী নূর নবী।

আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

মামলার বাদী অভিযোগ করেন অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img