বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ওমিক্রন নিয়ে গবেষণা চালানোর মতো পর্যাপ্ত নমুনা আমাদের হাতে নেই: ফাউচি

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আমেরিকার শীর্ষ সংক্রামক ব্যাধী বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ওমিক্রন নিয়ে গবেষণা চালানোর মত পর্যাপ্ত নমুনা বা তথ্য এখনও আমাদের হাতে এসে পৌছেনি। আমেরিকা কিভাবে এই ভ্যারিয়েন্টের সাথে লড়বে তা নিয়ে আমরা আলোচনা করছি। আর যেভাবে দক্ষিণ আফ্রিকার ওপর যোগাযোগ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তাতে এটি দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিছুটা কম হলেও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, আমরা ওমিক্রন সংক্রান্ত নতুন তথ্যের জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখছি দক্ষিণ আফ্রিকায় কর্মরত আমাদের গবেষক বন্ধুদের সাথে। তারা জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্টটির জিনোম সিকোয়েন্স এখনও পুরোপুরি নির্ণয় করা যায়নি, তবে দেখা গেছে সংক্রমণের হার আগের অন্য যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি এবং দ্রুত গতির। তবে এ ব্যাপারে আরও গবেষণা করতে হবে আমাদের কারণ, এর সংক্রমণ সক্ষমতা সম্পর্কে আমরা এখনও পুরোপুরি বা সঠিকভাবে কিছুই জানি না।

মার্কিন এ শীর্ষ ব্যাধী বিশেষজ্ঞ বলেন, আমাদের ইমিউন সিস্টেম নতুন ভ্যারিয়েন্টের সাথে কিভাবে লড়ছে সেটিও দেখতে হবে। ওমিক্রনের মিউটেশনের হার কিরকম বা এটি আসলে কাদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে বা এটি আসলেই কতটা মারাত্মক তা নিয়েও গবেষণা চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img