ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে জেরুসালেমে পা রাখতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।
সোমবার (২২ নভেম্বর) হামাসের বিরুদ্ধে তিনি সন্ত্রাসী ঘোষণা দেন।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামাস ইসরাইলের অভ্যন্তরে এবং পশ্চিম তীরের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
তার দাবি, এটি ভয়াবহ প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে। আমরা পূর্ব জেরুসালেমে হামাসকে পা রাখতে দেবো না।
এদিকে সোমবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে তারা পশ্চিম তীর ও জেরুসালেম থেকে ৫০ হামাস সদস্যকে গ্রেফতার করেছে।