রাজধানীর সায়েন্সল্যাবে বাসে হাফ পাস ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে তারা হাফ পাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় আশেপাশের রাস্তাসহ সকল রাস্তায় তীব্র জানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড় ও ফুটওভার ব্রিজের নিচের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন।
এই অবরোধ কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
আডিয়াল কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম জানান, সব পরিবহনে হাফ পাস ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।