বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট; যাত্রী সাধারণের দুর্ভোগ

সিলেট বিভাগে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গত রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এই ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুলসহ নগরীর সবকটি প্রবেশপথে লাঠিসোটা হাতে পিকেটিং করছেন পরিবহন শ্রমিকরা। দূরপাল্লার সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় নামলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। সকালে দূরপাল্লার কয়েকটি বাস যাত্রী নিয়ে সিলেটে প্রবেশ করলেও কোনো বাস ছেড়ে যায়নি। ফলে চাকরিজীবীসহ জরুরি প্রয়োজনে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img