বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

“আলহামদুলিল্লাহ” লিখে ফেসবুকে পোস্ট করায় ঢাবির ৩ শিক্ষার্থীকে নির্যাতন

“ঈদ মোবারক” ও “আলহামদুলিল্লাহ” লিখে পোস্ট দেয়াকে কেন্দ্র করে প্রথম বর্ষের সবাইকে পুনরায় গেস্টরুমে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং পরে ৩ জনকে সিনিয়ররা বেধড়ক মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

জিওগ্রাফি এন্ড ইনভেরোনমেন্ট বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী লালন হোসাইনের নেতৃত্বে একই সেশনের মার্কেটিং বিভাগের আরিফুল ইসলাম আরিফ, আসিফ হোসাইন, ও মিউজিক বিভাগের ওয়াজিদ তাওসিফ প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধর করেন।

অভিযুক্তরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের অনুসারী ও হল শাখার সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ সাজুর ছোটভাই হিসেবে পরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, সাজু ভাই গেস্টরুম বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, এটা নিয়ে খুশি হয়ে ফার্স্ট ইয়ারের ইমন, রুবেল হোসেন ও আল আমিন ফেসবুকে “ঈদ মুবারক” এবং “আলহামদুলিল্লাহ” লিখে ফেসবুকে পোস্ট দেন। এরপরে রাত ১০টায় ১ম বর্ষের সবাইকে গেস্টরুমে ডেকে নিয়ে প্রথমে সবাইকে গালাগালি করার পর লালন হোসাইন ১ম বর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইমনকে চড়-থাপ্পড় মারেন। তারপর বাকিদের বের করে দিয়ে ম্যানেজমেন্ট বিভাগের আল আমিন, রুবেল হোসেন ও ইমনকে রেখে রাত ১২টা পর্যন্ত মারধর করেন অভিযুক্ত শিক্ষার্থীরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফ বলেন, আমাদের হলে এ রকম কোন ঘটনা রাতে ঘটেনি। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এ রকম ঘটনা আমাদের হলে অসম্ভব।

লালন হোসাইনকে জানান, এফ আর হলে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। আপনারা ইনভেস্টিকেশন করুন, তাহলে ঘটনার সত্যতা জানতে পারবেন। তবে আমি আবারো বলছি, এ হলে এমন কোন ঘটনা ঘটেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img