বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহায়তা পাঠানোর ঘোষণা দিল কাতার ও মিশর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় জ্বালানী এবং ভবন তৈরির মৌলিক উপকরণ দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে কাতার এবং মিশর।

বুধবার (১৭ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নরওয়ের রাজধানী অসলোতে ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত অ্যাড হুক লিয়াজো কমিটির (এএইচএলসি) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে গাজা উপত্যকায় সহায়তা পাঠানোর বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বৈঠক শেষে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি সহায়তার এই ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য বৈঠকে সমস্ত পক্ষের মধ্যে যোগাযোগের গুরুত্ব, নিজেদের মধ্যে বোঝাপড়ার গুরুত্ব, রাফাহ বর্ডার ক্রসিং এর মাধ্যমে লোকজনের চলাচলের সুবিধার কথা উল্লেখ করেছেন আল-মুকাইখি।

গত মে মাসে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ১১ দিনের যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণে চাপ তৈরি হওয়ার পরই এই ঘোষণা এলো। গাজা কর্তৃপক্ষ বলছে, প্রায় আড়াই হাজার বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৭ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img