বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের সাথে মাওলানা সোহরাব আলী কাসেমীর সৌজন্য সাক্ষাত

দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জামিয়া ইসলামিয়া সিদ্দিকিয়া কলকাতা ভারত-এর শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের নায়েবে সদর ও বর্ধমানের তাবলীগের শূরা সদস্য মাওলানা সোহরাব আলী খান কাসেমী।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় মাওলানা সোহরাব আলী খান কাসেমী সফরসঙ্গীদের নিয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।

সালাম ও কুশলবিনিময় শেষে মাওলানা সোহরাব আলী খান কাসেমী প্রথমে মাকবারায়ে জামিয়ায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.), শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.), মুফতীয়ে আযম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী (রহ.)-সহ হাটহাজারীর শীর্ষ আলেমদের কবর যিয়ারত করেন।

যিয়ারত শেষে মাওলানা সোহরাব আলী খান কাসেমী দারুল উলূম হাটহাজারী মাদরাসা মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করতে তাঁর কার্যালয়ে গমন করেন। সালাম ও মুসাফাহা শেষে ভারত ও বাংলাদেশের দুই প্রখ্যাত আলেম পরস্পর কুশল বিনিময় করেন।

এ সময় জামিয়া মহাপরিচালক মাওলানা সোহরাব আলী খান কাসেমীর কাছে জামিয়া ইসলামিয়া সিদ্দিকিয়া কলকাতা’র দ্বীনি শিক্ষাকর্যক্রমসহ পশ্চিমবঙ্গের মুসলমানদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। একই সাথে তিনি সফরকারী অতিথিকে দারুল উলূম হাটহাজারীর বহুমুখী শিক্ষা ও দাওয়াতী কার্যক্রম সম্পর্কে অবগত করেন। উভয় বিশিষ্ট আলেম ভারত, বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের সংকট ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় মাওলানা সোহরাব আলী খান কাসেমী দারুল উলূম হাটহাজারীর মনোরম পড়াশোনার পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বহুমুখী ব্যাপক দ্বীনি কার্যক্রম অবলোকনে অভিভূত হয়ে জামিয়া মহাপরিচালকের কাছে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি বলেন, সবসময় বাংলাদেশের বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর কথা শুনে এসেছি। আজ স্বচক্ষে অবলোকন করতে পেরে মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি।

মতবিনিময় বৈঠকে মাওলানা সোহরাব আলী খান কাসেমী ও মাওলানা গাজি আল-মাহমুদ দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা ইয়াহইয়াকে আগামী ১৯, ২০, ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জামিয়াতুর রাহমার তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে তিনি দাওয়াত গ্রহণ করেন এবং ২০ নভেম্বর শরীক হওয়ার সম্মতি জ্ঞাপন করেন।

অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে উভয় বিশিষ্ট আলেম প্রায় ঘণ্টা ব্যাপী মতবিনিময় করেন।

কুশল ও মতবিনিময় শেষে মাওলানা সোহরাব আলী খান কাসেমী তাঁর সফরসঙ্গীসহ জামিয়া প্রধান মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার সাথে তাঁর সম্মানে পরিবেশিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এরপর সফরকারী মেহমান জামিয়ার মেহমানখানায় কিছু সময় বিশ্রাম নেন। বিশ্রাম শেষে জামিয়ার প্রধান মসজিদ জামে বায়তুল কারীমে আছর নামায আদায় শেষে জামিয়া ক্যাম্পাস পরিদর্শন করেন।

দারুল উলূম হাটহাজারী পরিদর্শনের সময় মাওলানা সোহরাব আলী খান কাসেমীর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন জামিয়া মারকাযুর রাহমাহ গাজীপুরের প্রতিষ্ঠাতা-পরিচালক ও আস-সুফফা ফাউণ্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজি আল মাহমুদ।

বাদ মাগরিব মাওলানা সোহরাব আলী খান কাসেমী বিদায় নিয়ে দারুল উলূম হাটহাজারী ত্যাগ করেন। এ সময় জামিয়ার শিক্ষক ও ছাত্ররা সফরকারী মেহমানকে সালাম-মুসাফাহার মাধ্যমে আন্তরিকতাপূর্ণ বিদায় জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img