আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ নভেম্বরের) পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকায় এ ঘটনা ঘটে।
আফগান সরকারের এক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়, বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানা যায়। তবে হতাহতদের পরিচয় এ এখনো জানা যায়নি।
এদিকে আফগান সরকারে তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় জানান, পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছেন।