টেকনাফের জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। আটক ওই যুবকের নাম নুর ইসলাম (২০)।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশের একটি দল জাদিমুড়া ২৭ ক্যাম্পে ব্লক এ/৪ এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।