মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

দুবাই এ তানজীমে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দাওয়াতী সংগঠন ‘তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ইউ-এ-ই শাখার উদ্যোগে ‘ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার মাঝে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়ত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৬ নভেম্বর ) রাত ৮ টায় দুবাই শারজার হালওয়ানস্থ হুদায়বিয়ার রেস্টুরেন্ট হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন তানজীমে আহলে সুন্নত ওয়াল জামায়াত ইউ এ ই এর সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

তানজীম ইউ-এ-ই শাখার মহাসচিব মুফতী মোহাম্মদ নূরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ সাঈদ আব্দুল জলিল, মাওলানা জাফর, মাওলানা এরফান হালিম, মাওলানা নূরুল আবসার ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ পটিয়ার জোনাল ম্যানেজার মাওলানা হাফেজ মাহমুদ উল্লাহ।সংস্থার প্রচারসম্পাদক কারী শোয়াইব, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা ইসহাক,মাওলানা সলীম উদ্দিন,মাওলানা রেজাউল করিম,হাফেজ মাওলানা শেহাব উদ্দিন,মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ আশেক,
মাওলানা হাসান (রুবেল),মাওলানা হারুন,ও মাওলানা আব্দুল আজীজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তানজিমের প্রয়োজনীয়তা সুদৃঢ় ঐক্য, এখলাস,একনিষ্ঠতা, পরমতসহিষ্ণুতা ও সৃজনশীল বহুমুখী কর্ম আঞ্জামদানের মাধ্যমে জনসাধারণের মন জয় করে তাদের মাঝে তাওহীদ ও রেসালাতের সঠিক বাণী পৌঁছে দেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিশেষে দেশ,জাতি ও ইসলামের উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img