দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, আল্লামা জুনাইদ বাবুনগরীকে আমীর ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব করা হয়েছে।
আজ সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মহাসচিবের কার্যালয় থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কমিটি-
আমীর, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।
নায়েবে আমীর, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক (মোমেনশাহী), মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, দেওনার পীর অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (ফিরোজ শাহ্ পীর), মুফতী জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)।
মহাসচিব, আল্লামা হাফেজ নূরুল ইসলাম।
যুগ্ম মহাসচিব, মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আনোয়ারুল করীম (যশোর), মাওলানা আইয়ুব বাবুনগরী।
সহকারী মহাসচিব, মাওলানা জহুরুল ইসলাম (মাখজানুল উলুম), মাওলানা ইউসুফ মাদানী (আল্লামা শাহ আহমদ শফী রহ. এর বড় ছেলে)।
সাংগঠনিক সম্পাদক, মাওলানা মীর ইদরিস নদভী।
অর্থ সম্পাদক, মুফতী মুহাম্মাদ আলী (মেখল), সহ-অর্থসম্পাদক, মুফতী হাবিবুর রহমান কাসেমী (নাজিরহাট)।
প্রচার সম্পাদক, মাওলানা মুহিউদ্দীন রব্বানী। সহ-প্রচার সম্পাদক, মাওলানা জামাল উদ্দীন।
দাওয়া বিষয়ক সম্পাদক, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী। সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক, মাওলানা ওমর ফরুক।
সদস্যবৃন্দ-
মাওলানা মোবারাকুল্লাহ (বি-বাড়িয়া), মাওলানা ফয়জুল্লাহ (মাদানীনগর), মাওলানা ফোরকানুল্লাহ খলিল (দারুল মাআরিফ), মাওলানা মোশতাক আহমদ (খুলনা), মাওলানা শাব্বির আহমদ রশিদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদল হাসান (ফতেহপুরী), মাওলানা মাহমুদুল আলম (পঞ্চগড়)।
১৬ সদস্যের উপদেষ্টা কমিটি
প্রধান উপদেষ্টা, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
উপদেষ্টা, মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা সুলতান যওক নদভী, আল্লামা আব্দুল হালীম বোখারী (পটিয়া), মাওলান নুরুল ইসলাম আদীব (ফেনী), মাওলানা আব্দুল মালেক হালীম, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী (মোমেনশাহী), মাওলানা রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা নূরুল হক (কুমিল্লা), মাওলানা আবুল কালাম (মুহাম্মাদপুর), মাওলানা শিব্বির আহমাদ (নোয়াখালী), মাওলানা জালাল আহমাদ (ভূজপুর), মাওলানা আশেক এলাহী (উজানী), মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী, মাওলানা আব্দুর বাছীর (সুনামগঞ্জ), মাওলানা আফজালুর রহমান (ফেনী)।
৯ সদস্যের খাস কমিটি
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা হাফেজ নূরুল ইসলাম, দেওনা পীর অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুহিউদ্দীন রব্বানী।