ঢাকায় হাসপাতাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সাক্ষাতকালে এই আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে নগর ভবনের মেয়র দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত ডিএসসিসি মেয়র শেখ তাপসকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার এবং আগামী বছরে তা দুই বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশই কাজ করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।’
জবাবে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘করপোরেশনে নবসংযুক্ত কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫০ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র নির্মাণ এবং সেখানে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল (সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক্ট-সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে তুরস্ক বিনিয়োগ করতে পারে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে ৩০টি কম্পেক্টর ক্রয়ের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। সেখানেও তুরস্ক অংশগ্রহণ করতে পারে।’
বৈঠকে ডিএসসিসি মেয়র ও তুরস্কের রাষ্ট্রদূত ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের উল্লেখযোগ্য যেকোনো একটি নগরের সঙ্গে ডিএসসিসি ‘সিস্টার সিটি রিলেশনশিপ’ প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।