রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হঠাৎ করে জ্বর এসেছে খালেদা জিয়ার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) রাতে হঠাৎ করে জ্বর দেখা দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ মে) রাজধানীর গুলশানে বাজেট-ভাবনা: ২১-২২ শীর্ষক সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে তিনি এ কথা জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল থেকে সাংবাদিকরা আমার কাছে ম্যাডামের শারীরিক অবস্থায় কেমন জানতে চাইছেন। মোটামুটিভাবে তাঁর শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেইগুলো আগের মতই আছে। অন্যদিকে গতকাল থেকে তাঁর জ্বর দেখা দিয়েছে। যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে কেন হঠাৎ করে এই জ্বর এসেছে।’

মির্জা ফখরুল জানান, শুক্রবার আবার তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে বসবে। গতকাল রাত থেকে জ্বর নিরসন করার চিকিৎসা শুরু হয়েছে।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img