হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা’র মুহতামিম মুফতী মুনির হুসাইন কাসেমী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান।
তিনি জানান, মুফতী মুনির হুসাইন কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরের ঘটনায়, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি ঘটনায় বিভিন্ন অভিযোগ রয়েছে।