ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। এসব বিক্ষোভ সমাবেশে গাজায় দখলদার ইসরাইলের নির্বিচার বিমান হামলা, নারী- শিশু নির্বিশেষে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা, ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুসহ দখলদার ইসরাইলি নেতা ও সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচার দাবী করা হয়েছে। একইসাথে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২১ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন, মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল হক, মোঃ আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুফতি সাইফুল হক, এডভোকেট শায়খুল ইসলাম, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশে শেষে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে এসে শেষ হয়।
এ ছাড়া ফিলিস্তিনে ইসরাইল বর্বরতার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, মৌলভীবাজার শহর, বড়লেখা, সুনামগঞ্জের ছাতক, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুড়িগ্রাম, গাইবান্ধ, মুন্সীগঞ্জের মিরকাদিমসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়।