বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ইসরাইলের হত্যাযজ্ঞের পর যুদ্ধবিরতি নিয়ে যা বললেন বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গাজার জনগণের জন্য দ্রুত মানবিক সহায়তা প্রদান এবং গাজা পুনর্নির্মাণ চেষ্টায় আন্তর্জাতিক সহায়তা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, ইসরাইলি ও ফিলিস্তিনিদের সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকা, স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র উপভোগের সমান অধিকার রয়েছে। আমার প্রশাসন এ বিষয়ে নিরলস কাজ করে যাবে।

টানা ১১ দিন রক্তক্ষয়ী হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সতর্থনের পরই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে।

মার্কিন কংগ্রেসসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের চাপে পড়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করেছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।

তবে এ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে আখ্যা দিয়েছে হামাস। যে কারণে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুসালেমসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিজয়োল্লাস শুরু করেছেন তারা। বিজয়োল্লাসের ভি-সাইন দেখাচ্ছেন। এক প্রতিক্রিয়ায় হামাস নেতা বলেছেন ‘আজ আমাদের ঈদ’।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img