কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া নামে ৪০ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালেরকুটি গ্রামের দুধু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় অনন্তপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করার দায়ে ১৫ বিজিবি অনন্তপুর বিওপির সদস্যরা তাকে আটক করে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।