সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্তার প্রতিবাদে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণের চেষ্টা করেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় সংবাদকর্মীরা কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের কাছে গিয়ে আত্মসমর্পণের আবেদন করেন। কিন্তু বিনা অপরাধে কাউকে আটকের বিধান না থাকায় এ সময় ওসি আবেদন গ্রহণ করেননি।
বরিশালের স্থানীয় পত্রিকায় কর্মরত বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে থানায় যান সাংবাদিকরা।
সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান জানান, সাংবাদিক রোজিনা ইসলাম যে পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেছেন আমরাও সেভাবে তথ্য সংগ্রহ করি। তিনি যদি অপরাধী হন তাহলে আমরাও একই অপরাধে অপরাধী। তাই আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছি।