বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ইসরাইলের নৃশংসতার প্রতিবাদে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মুশফিকুর রহিম ও রুবেল হোসেনদের পর ফিলিস্তিনের পক্ষে কথা বললেন মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

বুধবার (১৯ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, “আমি ফিলিস্তিনের সঙ্গে আছি”।

সাব্বির তার অফিসিয়াল ফেসবুক পেজে “সেভ প্যালেস্টাইন” লেখা এবং উত্তোলিত মুষ্টিবদ্ধ হাতের ছবি দিয়েছেন। ক্যাপশনে লেখা ছিল “আমি সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি”। তাসকিনও দিয়েছেন একই পোস্ট, “আমি তাসকিন আহমেদ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।”

অফস্পিনিং অলরাউন্ডার আরাফাত সানি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন।

সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন তিনি আছেন নির্যাতিত এইসব মানুষদের সঙ্গে। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন আমি বাংলাদেশি। আমি ফিলিস্তিনের সঙ্গে আছি।

দখলদার ইসরাইলের বর্বর হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img