বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

জর্ডান থেকে বহিষ্কার করা হতে পারে ইসরাইলের রাষ্ট্রদূতকে

জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহ বলছেন, তার দেশ ইহুদিবদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি রাষ্ট্রদূতকে জর্ডান থেকে বহিষ্কার করতে পারে।

এর আগে ফিলিস্তিনদের ওপর ইসরাইলের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে জর্ডানের সংসদ এ আহ্বান জানায়।

এদিকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এ লড়াই যাতে বিপজ্জনকভাবে বেড়ে না যায় তার জন্য নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি উভয়েরই অধিকার আছে সুরক্ষায় ও নিরাপদে বসবাস করার।

জর্ডানের সাথে ইসরাইল ১৯৯৪ সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং বহু বছর ধরেই জর্ডানে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা পাবার প্রধান সমর্থক। জেরুসালেমে ফিলিস্তিনি পরিবারদের জোর করে উৎখাত করা এবং গাজায় মারাত্মক বোমা হামলার পরিসমাপ্তি ঘটানোর দাবিতে দেশটিতে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img