বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে সংকল্পবদ্ধ নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার দশম দিনে ২শ’র বেশি নিরীহ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু। এমন ভয়াবহ প্রাণঘাতি হত্যাযজ্ঞ থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। এদিকে এত প্রাণহানীর পরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘শান্তি ও নিরাপত্তা’ ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।

বুধবার (১৯ মে) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলার কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় নেতানিয়াহুর এ ঘোষণা আসে ।

টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ না করে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন।

এদিকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের চেষ্টা আবারো আটকে দিয়েছে আমেরিকা। অন্যদিকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে আহবান জানিয়েছে ২৮ মার্কিন সিনেটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img