ভারতে আটকেপড়া ১৩২ জন বাংলাদেশি যাত্রী দেশে এসে পৌঁছেছেন। এর মধ্যে চট্টগ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র বর্মণ ও চুয়াডাঙ্গা জেলার দামুডহুদার আলাউদ্দিন মিয়ার দেহে করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
বুধবার (১৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আব্দুল আলীম জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের মাধ্যমে প্রথম দিন ১১ জন, দ্বিতীয় দিন ৭২ জন এবং বুধবার ১৩২ জনসহ মোট ২০৯ জন দেশে ফিরেছেন।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সাবিনা খাতুন, চট্টগ্রামের গোপাল চন্দ্র বর্মণ ও চুয়াডাঙ্গা জেলার দামুডহুদার আলাউদ্দিনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা হাসপাতালে করোনা আইসোলেশনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।