গ্রেফতারের এক মাস ২২ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন।
বুধবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা: শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেইট এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাত করা যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ওই দিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা: শাহাদাতসহ ১৭ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।